ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসুর নির্বাচনী প্রচারে থাকবেন না মেঘমল্লার

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৫  
ডাকসুর নির্বাচনী প্রচারে থাকবেন না মেঘমল্লার

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারে থাকতে পারবেন না। মঙ্গলবার রাতে তারা অপারেশন হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান।

আরো পড়ুন:

স্ট্যাটাসে তিনি লিখেন, “যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।”

তিনি রাজনৈতিক শত্রু-মিত্র সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

স্ট্যাটাসের কমেন্টে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের পাশাপাশি শুভকামনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও।

ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, “সুস্থ হও দ্রুত, দোয়া রইলো।”

ঢাবি শিবিরের সভাপতি ও ডাকসুর জিএস পদপ্রার্থী এসএম ফরহাদ বলেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো, দাদা।”

বাগছাসের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী আশরেফা খাতুন বলেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই কামনা দাদা।”

উমামা ফাতেমার প্যানেলের জিএস পদপ্রার্থী ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া বলেন, “সুস্থ হয়ে উঠুন, দাদা।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, “ফি আমানিল্লাহ ভাই, ইনশাআল্লাহ দেখতে আসবো।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়