জাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ ৩ শিক্ষার্থী আটক
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে হাতেনাতে তিন শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। আটকদের মধ্যে দুইজন জাবির ও একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা।
প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
প্রক্টর অফিসে নেওয়ার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিলেন এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।
প্রক্টরিয়াল টিম জানিয়েছে, এ ধরনের অভিযানে আরো কঠোরতা আনা হবে। যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে তাদের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। তিনজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/আহসান/মেহেদী