ডাকসুর ভোট গণনা সরাসরি দেখা যাবে
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করার ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী