ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় আটক ১

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:১১, ৮ সেপ্টেম্বর ২০২৫
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন আব্দুর রব (৭৩) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় র‍্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

র‍্যাব জানিয়েছে, আব্দুর রব (৭৩) পেশায় কবিরাজ। তার বাড়ি লাঙ্গলকোট উপজেলায়। নিহতের সাথে সবর্শেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।”

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়