ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি প্রশাসনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ‘মিথ্যা’ অভিযোগ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাবি প্রশাসনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ‘মিথ্যা’ অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই হল প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হল প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীম হোসেন।

আরো পড়ুন:

শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন, “মৈত্রী হলে আমরা আবেদন করেও হল থেকে অনুমোদন পাইনি। ফলে যেতে পারিনি। আপুদের কাছে ক্ষমাপ্রার্থী।”

এতে গত ৫ সেপ্টেম্বরের তারিখ সংবলিত কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্রের ছবি যুক্ত করেন তিনি।

হল প্রশাসন জানিয়েছে, প্রজেকশন মিটিংয়ের জন্য তাদের পক্ষ থেকে কোনো আবেদনই জমা দেওয়া হয়নি। আবেদন জমা পড়লে বাকিদের মতো শামীম হোসেনকেও সুযোগ দেওয়া হত। তবে আবেদন না করেই মিথ্যা অভিযোগে হতভম্ব হল প্রশাসন।

এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, “যিনি এমন অভিযোগ করছেন, আমরা উনার আবেদনটা হল অফিসে পাইনি। উনার আবেদনটা হল অফিসেই পৌঁছায়নি। আমার হল অফিসের কেউই উনার আবেদন রিসিভ করেনি এবং এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যই নেই।”

তিনি আরো বলেন, “হল অফিসে উনার আবেদন জমা পড়লে নিশ্চয়ই সবার মত উনিও প্রজেকশন মিটিং করতে পারতেন। এমনও হয়েছে- একই দিনে দুইজনকেও প্রজেকশন মিটিংয়ের অনুমতি দিয়েছি।”

তিনি সাংবাদিকদের হল অফিসে সরাসরি গিয়ে বিষয়টি সম্পর্কে দেখে আসার আহ্বানও জানিয়েছেন।

এ বিষয়ে জানতে শামিমের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়