ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পদগুলোতে চেকপোস্ট বসিয়ে সবার আইডি কার্ড যাচাই করে এবং অনুমোদিত ব্যক্তি বা যানবাহন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ডাকসু নির্বাচনে নিরাপত্তার জন্য বিএনসিসি, প্রক্টরিয়াল বডির সদস্য, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
এছাড়া, ৮টি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার জন্য টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
ডিএমপি থেকে গণমাধ্যমেকে জানানো হয়েছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ২ হাজার ৯৬ জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াত টিম, মোবাইল পেট্রোল, বোম এক্সপোজাল ইউনিট, মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ, সিসিটিভি মনিটরিং সেল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স এবং র্যাব ও বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
গতকাল বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি, বড় কোনো ঘটনা ঘটবে না। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই।”
ঢাকা/রায়হান/ইভা