ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫
আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আরো পড়ুন:

এ সময় বিপুল সংখ্যক আবাসিক-অনাবাসিক ছাত্রীর উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

তিনি বলেন, “মেয়েরা অনেক স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে আসছে, এটা আসলে সত্যি আনন্দের। আমরা মনে করেছিলাম, নারী শিক্ষার্থীরা বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীরা তাদের হয়ত ভোটার টার্নআউটটা কম হবে।”

উমামা ফাতেমা বলেন, “আমরা আশা করি যে, ভালো কিছু হবে। তবে ভোটারদের লাইনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে।”

তিনি আরো বলেন, “আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে। কেন্দ্রের ভেতরে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এগুলো নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যে, এখানে কতটা লেভেল ফ্লেয়িং ফিল্ড আছে কতটুকু পরিমাণে, আবার সাবোট্যাজ হয় কি না, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

ঢাকা/সৌরভ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়