ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন 

ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষক প্রবেশ আটকানোর ‌অভিযোগ

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৫
ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষক প্রবেশ আটকানোর ‌অভিযোগ

অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভোটকেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টারও বেশি সময় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রেটিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বণিক বার্তার ঢাবি প্রতিনিধি মোয়াইমিনুল ইসলাম, মানবজমিনের ঢাবি প্রতিনিধি আসাদুজ্জামান খান ও দৈনিক নয়াদিগন্তের ঢাবি প্রতিনিধি হারুন ইসলাম। 

আরো পড়ুন:

কেন সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)।

তিনি বলেন, ‍“আমার কাছ পর্যন্ত তো কেউ আসেননি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছেন কি না।”

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা/সৌরভ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়