ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন: চেম্বার আদালতে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:০২, ৯ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন: চেম্বার আদালতে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের পক্ষে নিযুক্ত আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়। পরে চেম্বার আদালতে সেটি বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:

জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে সোমবার (৮ সেপ্টেম্বর) রিট করেন অমর্ত্য। এরপর আদালতে শুনানি শেষে অমর্ত্য রায় জন প্রার্থিতা ফিরিয়ে পান। পরবর্তীতে অমর্ত্য রায় জনের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয় চেম্বার জজ আদালতে। সর্বশেষ তথ্য মতে, অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে চেম্বার জজ আদালত।

এ বিষয়ে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “এখনো আমাদের কাছে আদালত থেকে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত জানানো হয়নি‌। আমরা মহামান্য আদালতের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে চাই। আদালত থেকে যে রায় আসবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।‌”

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আটদিন পর গত শনিবার (৬ সেপ্টেম্বর) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক তার ছাত্রত্ব না থাকায় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়