ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: ‘পরিকল্পিত কারচুপি’ আখ্যা দিয়ে ফল প্রত্যাখ্যান আবিদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৪:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচন: ‘পরিকল্পিত কারচুপি’ আখ্যা দিয়ে ফল প্রত্যাখ্যান আবিদের

ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে কার্জন হল কেন্দ্রে একুশে হলের এবং ভূতত্ত্ব কেন্দ্রে সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। উভয় হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এদিকে, ‘পরিকল্পিত কারচুপি’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছে ডাকসুর ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। 

ওই স্ট্যাটাসে আবিদ বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেলে রয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যরা।

ঢাকা/রায়হান/মেহেদী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়