ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত ভোট পেলেন শামীম

নিউজ জেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৫
কত ভোট পেলেন শামীম

বড় কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের ব্যানারে না দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদে লড়েছিলেন শামীম হোসেন। ফলে তিনি ছাত্ররাজনীতির মূলধারার বাইরে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে নজর কাড়েন। তবে ভিপি পদে তিনি ৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ ফল ঘোষণা করেন। 

আরো পড়ুন:

সহ-সভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাদিক কায়েম জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৪২টি। একই পদে ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮। এছাড়া, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। একই পদে প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ৬৮ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে আবদুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট। 

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়