ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন

এক কেন্দ্রে ভোটারদের অমোচনীয় কালি না দেওয়ার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৫
এক কেন্দ্রে ভোটারদের অমোচনীয় কালি না দেওয়ার অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন দুই প্রার্থী। 

তারা হলেন- বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের এজিএস প্রার্থী আল আমিন।

আরো পড়ুন:

তৌহিদ সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘‘ভোট দেওয়ার পরও বহু ভোটারকে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না। এছাড়া কেন্দ্রের সামনে অনেক প্রার্থীকে প্রচারপত্র বিতরণও করতে দেখা গেছে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের এজিএস প্রার্থী আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘‘আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলের ওপর মার্ক দেওয়া হচ্ছে না। শুধু সই নিয়ে ব্যালট পেপার দিচ্ছে।’’

এ অভিযোগের সত্যতা জানান একাধিক ভোটারও। ইশতিয়াক নামে শেখ রাসেল হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন, “আমি হলে ভোট দিয়েছি। তবে অমোচনীয় কালি দেওয়া হয়নি।”

পাশাপাশি আবু তৌহিদ মো. সিয়াম প্রার্থীদের কেন্দ্রের সামনে প্রচারপত্র বিতরণেরও অভিযোগ করেন।

বাঁধন নামে অপর শিক্ষার্থী জানান, তিন ধাপ যাচাইয়ের পর বুথে প্রবেশ করেন একজন ভোটার। কালি মুছে ফেলাও সম্ভব। তবে জাল ভোট দেওয়া অসম্ভব, কারণ সবাই সবাইকে চেনেন।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে মার্কার সরবরাহ করা হয়নি।

পরে সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অফিসে মাফরুহী সাত্তারকে এই বিষয়ে অভিযোগ জানান তৌহিদ সিয়াম।

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়