ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এসময় প্রার্থীদের ডোপ টেস্ট করাতে হবে। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরো পড়ুন:

চাকসু নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এর বাইরে আর সময় বৃদ্ধি করা হবে না। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়