ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডিসেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আশ্বাস দেন।
জবি উপাচার্য বলেন, “জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়ে যাবে। নির্বাচনের আগে আরো কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে, সেগুলো শেষ করার চেষ্টা চলছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন করার আশা করা যায়।”
তিনি বলেন, “বিশেষ বৃত্তি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে দুপুর থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনশন শুরু করেন। দাবিগুলো হলো— শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকরের সময়সীমা নির্দিষ্ট করে ঘোষণা; কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিকায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কেবল আশ্বাসে থেমে থাকবেন না তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা/লিমন/মেহেদী