জবি সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও সম্রাট বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযানে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং জবি প্রশাসন সার্বিক সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। একই সঙ্গে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল।
সরেজমিনে দেখা যায়, বুলডোজারের সহায়তায় সম্রাট বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ সভার সিদ্ধান্ত এবং প্রশাসনের আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতেই এ পদক্ষেপ নেয় ডিএসসিসি।
অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন কয়েকটি দোকান উচ্ছেদ হওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তারা অভিযোগ করেন, হঠাৎ দোকান ভেঙে ফেলার কারণে তারা বিপাকে পড়েছেন। এ সময় কিছু শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দেন প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “আমরা আশপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, যা অবশ্যই অপরাধ।”
ঢাকা/লিমন/মেহেদী