ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরু

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১২ অক্টোবর ২০২৫  
যবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরু

খেলোয়াড় নিলামসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’। এআইএস ক্লাবের সহযোগিতায় এ কার্নিভালের আয়োজন করেছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’ এর উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

আরো পড়ুন:

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। হার বা জিত গুরুত্বপূর্ণ নয়, খেলায় অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং এ ধরনের কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রীকভাবে মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. শাহাজুল ইসলাম, ড. মো. মেহেদী হাসান, সহকারী অধ্যাপক তরুণ সেন, প্রভাষক ফজলুল রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী মো. অলিফ আহমেদ ও অপূর্ব সরকার। 

এআইএস ক্লাবের সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়ামের সার্বিক সহযোগিতায় নিলামে অংশগ্রহণ করে চারটি দল। দলগুলো হলো- ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স এবং অডিট অ্যাভেঞ্জারস।

এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫ এর অন্তর্ভুক্ত খেলাগুলোর মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, কার্ড, বল নিক্ষেপ, পেনাল্টি শুট, লুডু ও পিলো পাসিং।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়