ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১২ অক্টোবর ২০২৫  
চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর এবং আগামী বছরের ২ জানুয়ারি শুরু হবে ভর্তি পরীক্ষা।

রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির আয়োজিত প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে আগামী বছর ২ জানুয়ারি, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’  ইউনিটের ৩ জানুয়ারি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি এবং সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে । 

এছাড়া, ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৬ জানুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারো ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চবির পাশাপাশি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চবিতে অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ভর্তি পরীক্ষার বিষয়ে সম্ভাব্য সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনো এইচএসসির ফলাফল ঘোষণা হয়নি, তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের আগেই এর ফল ঘোষণা করা হবে। সেটি মাথায় রেখেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। যথাসময়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে চবি প্রশাসন।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়