ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২২ অক্টোবর ২০২৫  
পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন হিট প্রজেক্টে গবেষণা প্রকল্প জমা দেওয়া শিক্ষকরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘ওয়ার্কশপ অন ফিনানসিয়াল ম্যানেজমেন্ট অব হিট প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় হিট প্রজেক্টে গবেষণা প্রকল্প জমা দেওয়া শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‌“একাডেমিক চাপ যতই থাকুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিন শেষে একজন গবেষক। তাকে গবেষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। গুণগত শিক্ষা দিতে হলে গবেষণা করতে হবে। নিজের যোগ্যতা প্রমাণের জন্য গবেষণার বিকল্প নেই।”

তিনি বলেন, “যারা ভালো গবেষক, ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবেন। গবেষণার মাধ্যমে সীমাবদ্ধতাকে জয় করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক হলো আমাদের বেশিরভাগ শিক্ষক তরুণ। তরুণরা সবকিছুতে এগিয়ে থাকে। তারুণ্যই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

ঢাকা/শাহীন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়