ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৪, ২৫ অক্টোবর ২০২৫
পাবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ‘হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড আইইএলটিএস প্রিপারেশন’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সকাল সাড়ে ১০টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। 

রিসোর্স পারসন ছিলেন কানাডার টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকের এমএড এবং  কেমব্রিজ সিইএলটিএ সার্টিফায়েডপ্রাপ্ত মো. সজিবুল ইসলাম।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, “তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং পারতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে হবে এবং দেশে এসে দেশ গড়ায় অবদান রাখতে হবে। আমরাও পারি; এটা তোমাদের প্রমাণ করতে হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “বিদেশে যেতে হলে আমাদের ভাষার দক্ষতা দরকার। সারা দুনিয়াতে প্রতিযোগিতা বাড়ছে; সেখানে টিকে থাকতে হলে ইংরোজি ভাষা জানতে হবে। উন্নত দেশে যেতে হলে আইইএলটিএসে ভালো স্কোর পেতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশাসন থেকে প্রযোজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।”

ঢাকা/শাহীন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়