ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর 

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৭ নভেম্বর ২০২৫  
জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

বুধবার (৫ নভেম্বর) শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, “৫ নভেম্বর জকসু নির্বাচনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ করা হবে। ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ এবং ১০ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

মনোনয়নপত্র গ্রহণের জন্য প্রার্থীরা ১৩, ১৬ এবং ১৭ নভেম্বর এই তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় পাবেন। ১৭ এবং ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন। ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ-টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান আরো জানান, প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন তিন দিন। ৪, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।  ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা হওয়া সাপেক্ষে ওই দিনই অথবা তারপরের দিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

জকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। 

ঢাকা/লিমন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়