ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী সরকারি কলেজ

নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোসক সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৭ নভেম্বর ২০২৫  
নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও কফিন মিছিল হয়েছে।

বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

আরো পড়ুন:

জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী তানিম হাসান এবং ইসরাত জাহান কলেজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হন। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল বের করে এবং মানববন্ধন করেন।

তারা জানান, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে কলেজে যাতায়াত করেন, কিন্তু কলেজের নিজস্ব পরিবহন না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি মিলছে না।

শিক্ষার্থীরা দাবি জানান, দ্রুত কলেজের জন্য পর্যাপ্ত বাস সার্ভিস চালু করা, দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা হোক।

ঢাকা/সুমাইয়া/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়