ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবিতে মানবাধিকার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৯ নভেম্বর ২০২৫  
ইবিতে মানবাধিকার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানবাধিকার ও যুবকদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের যৌথ পৃষ্ঠপোষকতায় এ কর্মশালার আয়োজন করে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ইবি চ্যাপ্টার।

আরো পড়ুন:

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ইবি চ্যাপ্টারের সভাপতি আব্দুল্লাহ আল রাহাতের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষকের মধ্যে জাতিসংঘের গভর্নেন্স বিশেষজ্ঞ ও সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসাইন ‘মানবাধিকারের মৌলিক বিষয় ও জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া’, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ও সাপোর্ট বিভাগের সহকারী পরিচালক সুমাইয়া তাসনিম ‘ট্রমাটাইজড অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা’ ও সোচ্চার টর্চার ওয়াচডগের প্রজেক্ট ম্যানেজার ও জাককানইবির প্রভাষক সুমাইয়া তামান্না ‘ক্যাম্পাসে মানবাধিকার ডকুমেন্টেশন ও এক্টিভিজম চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন।

এ সময় সংগঠনটির উপদেষ্টা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, “আমরা জেলায় জেলায় রাজনৈতিক বিশ্ববিদ্যালয় গড়েছি। অথচ আমাদের প্রয়োজন ছিল গুণগত পরিবর্তন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি এ প্লাস। অথচ আমাদের সমাজে নারীদের মূল্যায়ন নেই, মানুষের নিরাপত্তা নেই। এটাই কি উন্নয়ন? আমরা অধিকার নিয়ে কথা বলি, কিন্তু আমাদের কর্তব্য আমরা জানি না। এসব আমাদের ভাবতে হবে।”

তিনি বলেন, “নলেজ ইজ পাওয়ার বলতে একাডেমিক শিক্ষার কথা বলা হয়নি। এখানে সৎ জ্ঞান ও সৎ গুণ অর্জনের কথা বলা হয়েছে। এজন্য দরকার ধর্মীয় শিক্ষার। কিন্তু ধর্মীয় শিক্ষা বলতে আমাদের বোঝানো হতো জামায়াত-শিবির। অথচ প্রতিটি ধর্মেই নৈতিকতা ও ভার্চুয়াল নলেজ দেওয়া হয়েছে। আমরা যেহেতু সোচ্চারের সঙ্গে কাজ করছি, সোচ্চার যেহেতু আমাদের অধিকারের কথা বলে, এর সঙ্গে আমাদের কর্তব্যের বিষয় খেয়াল রাখতে হবে। তবেই আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর দেশ পাব।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়