ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার হলেন ঢাবির খাদিজা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৩, ১২ নভেম্বর ২০২৫
অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার হলেন ঢাবির খাদিজা

৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়ে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে।

আরো পড়ুন:

ফলাফলে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। খাদিজা তার অনার্স পরীক্ষা শেষ করেছেন, কিন্তু ফল প্রকাশিত হয়নি। এই কারণে তিনি নিয়ম অনুযায়ী ‘অ্যাপিয়ার্ড’ হিসেবে অংশগ্রহণ করেছেন।

খাদিজা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। 

তিনি বলেন, “আমাদের অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। তবে আমরা শেষ সেমিস্টারের রিসার্চ, সেমিনার প্রেজেন্টেশন ও ফিল্ডওয়ার্ক শেষ করেছি। থিওরিটিক্যাল কম্প্রিহেনসিভ পরীক্ষা বিশ্ববিদ্যালয় আগেই নিয়েছে, যাতে আমরা ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারি। সেই পরীক্ষার পরই আমি আবেদন করি, আর সফল হই।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়