ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হল খালির বিষয়ে ঢাবি প্রক্টরের জরুরি বার্তা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ০১:২৭, ২৩ নভেম্বর ২০২৫
হল খালির বিষয়ে ঢাবি প্রক্টরের জরুরি বার্তা

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ

প্রায় ৩৩ ঘণ্টার মধ্যে ঢাকা ও পার্শবর্তী এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সিদ্ধান্তের পর শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন।

আরো পড়ুন:

রাইজিংবিডি ডটকমের সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ বার্তা দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা শেষে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হলগুলো পুরোনো অবস্থায় আছে, এই হলগুলোর প্রতিটি রুমের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কার করা প্রয়োজন।”

সার্বিক পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, “পর্যবেক্ষণ ও সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারদের ভাষ্যমতে চার সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দুই সপ্তাহ সময় দিয়েছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সংস্কার করতে বলেছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। এই দুই সপ্তাহ ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করার নিদের্শনা দেওয়া হলো।” 

তিনি আরো বলেন, “যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, সেহেতু হল খালি করার সময় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের কাছে চাবি গচ্ছিত রাখতে বলা হলো। একইসঙ্গে রুমের মূল্যবান জিনিস সরিয়ে নিতে বলা হলো।”

খুব দ্রুতই এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান প্রক্টর।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়