বাকৃবি সাংবাদিক সমিতির ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ট্রেনিং অন ইথিক্যাল ইনোভেশন, ডাটা ড্রাইভেন জার্নালিজম অ্যান্ড এআই রিপোর্টিং’ শীর্ষক এ প্রশিক্ষণে সাংবাদিক সমিতির সদস্য, শিক্ষানবিশ সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং জিটিআইয়ের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন শাখার পরিচালক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয় এবং সেরা চারজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিক সমিতির এ বছরের বার্ষিক প্রকাশনা ‘অন্বেষণ’-এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আমরা একটি বিভ্রান্তির সময়ে বাস করছি। সত্য তথ্য বের করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সত্য তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব আরো বেড়ে গেছে বলে আমি মনে করি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “প্রশিক্ষণ সবার জন্যই জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে যেকোনো বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে যে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, তা হলো বিভিন্ন স্মার্ট টুলের ব্যবহার। শুধু লিখিত সংবাদ নয়, এর সঙ্গে ছবি ও ভিডিও যুক্ত করে কীভাবে তথ্য উপস্থাপন করা যায়, সেটিও তারা শিখেছেন। আমি আশা করি, এভাবে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে চলবেন এবং বাংলাদেশ ছাড়াও বিশ্ব দরবারে নিজেদের সক্ষমতার পরিচয় দেবেন।”
সাংবাদিকদের নৈতিকতা ও দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকদের উচিত সত্যকে সত্যভাবেই উপস্থাপন করা। বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো যেমন তারা তুলে ধরবেন, তেমনি দায়িত্বে কোনো বিচ্যুতি ঘটলে সেটিও যথাযথভাবে তুলে ধরতে হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো অর্জন এবং এর সঙ্গে যুক্ত শিক্ষক ও গবেষকদের আরো বেশি উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।”
ঢাকা/লিখন/জান্নাত