ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভর্তির মান উন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৬, ৭ জানুয়ারি ২০২৬
ভর্তির মান উন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগ

শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরো স্পষ্ট হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটি শিক্ষক-কেন্দ্রিক সেশনের আয়োজন করে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় “শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন” শীর্ষক সেশনটি।

আরো পড়ুন:

সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জনাব জাহিদ হাসান। তিনি বলেন, “ভর্তি প্রক্রিয়ার শুরুতেই শিক্ষার্থীর একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবন আরো কার্যকর হয়। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। তিনি শিক্ষার্থী নির্বাচনের প্রতিটি ধাপে একাডেমিক বিভাগগুলোর সম্পৃক্ততা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রস্তুতি ও আগ্রহ মূল্যায়ন সহজ হয়, ভুল বিষয় নির্বাচনের ঝুঁকি ও ড্রপআউট কমে এবং দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি পায় বলে মনে করেন তিনি।

সেশনে সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, প্রক্টর জনাব আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক মিসেস আফরোজা হেলেন বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এই সেশনের মূল উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় একাডেমিক বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা, যাতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন ও ধরে রাখার প্রক্রিয়া আরো কার্যকর হয়।

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়