ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবিতে মিছিল : দুঃখ প্রকাশ শিবির সভাপতির

পাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৬, ৮ জানুয়ারি ২০২৬
পাবিপ্রবিতে মিছিল : দুঃখ প্রকাশ শিবির সভাপতির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল বিজয়ী হওয়ার পর রাজনীতিমুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনন্দ মিছিলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ।

৭ জানুয়ারি (বুধবার) রাতে সংঘটিত ওই ঘটনার সংবাদ প্রকাশের পর ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “জকসু নির্বাচনে শিবির প্যানেলের বিজয়ের খবরে সংগঠনের কিছু কর্মী আবেগের বশবর্তী হয়ে দলীয় স্লোগান দিয়েছেন। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।” ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংগঠনের অভ্যন্তরে সতর্কতা জোরদার করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তা কাগজে-কলমে সীমাবদ্ধ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এমনকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের মাধ্যমেও বিভিন্ন সংগঠনের নামে-বেনামে রাজনৈতিক তৎপরতার নজির রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হয়।”

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে স্বাধীনতা হলের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটক পর্যন্ত ইসলামী ছাত্রশিবির প্রাবিপ্রবি শাখার একটি মিছিল অনুষ্ঠিত হয়। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে প্রকাশ্যে দলীয় স্লোগান ও মিছিলের অভিযোগে বিভিন্ন ছাত্রসংগঠন, বিশেষ করে ছাত্রদল ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, শনিবার ক্যাম্পাস খোলার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিবির সভাপতির প্রকাশ্য দুঃখ প্রকাশের পর সংশ্লিষ্ট মহল ও সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ঢাকা/আতিক/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়