ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জুলাই ঐক্যের’ রিটে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১১ জানুয়ারি ২০২৬  
‘জুলাই ঐক্যের’ রিটে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

‘জুলাই ঐক্য' এর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি ও কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলে হাইকোর্ট রুল জারি করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সংগঠক ইসরাফিল ফরাজী।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “জাতীয় পার্টি, আওয়ামিলীগের স্বতন্ত্র প্রার্থীসহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিলের জন্য জুলাই ঐক্যের পক্ষ থেকে হাইকোর্টে করা রিটের (৫৪/২০২৬) ওপর রুল জারি করেছেন আদালত। রবিবার বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের কোর্টে এই রুল জারি হয়।”

তিনি আরো বলেন, “জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।”

সংগঠনটি সোমবার (১২ জানুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টিসহ ১৪ দল, ২০১৮ নির্বাচনের রাতের ভোটের এমপিসহ ২৪ সালের নির্বাচনের ডামি প্রার্থীদের মনোনয়ন বাতিলে জুলাই ঐক্যের করা হাইকোর্টের রুল নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়