ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের সনদ বিতরণ

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১২ জানুয়ারি ২০২৬  
ঢাবিতে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের সনদ বিতরণ

ছবি: রাইজিংবিডি

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের উদ্যোগে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের চতুর্থ ব্যাচের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের সেমিনার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

আরো পড়ুন:

রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্ম সচিব ড. সাদিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওএসএল বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষক মেহনাজ সাদেক।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে যুগোপযোগী গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মানসম্মত গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন, কার্যকর নীতি-নির্ধারণ এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টি সম্ভব নয়।”

গুণগত ও পরিমাণগত গবেষণার সঠিক প্রয়োগ জ্ঞান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, “গবেষণার ক্ষেত্রে পদ্ধতিগত দক্ষতা অর্জন করতে হবে।”

ঢাকা/সৌরভ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়