ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ব্রাকসু আদায়ে যে বাধা হয়ে দাঁড়াবে আন্দোলন হবে তার বিরুদ্ধে’

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
‘ব্রাকসু আদায়ে যে বাধা হয়ে দাঁড়াবে আন্দোলন হবে তার বিরুদ্ধে’

১৭ জানুয়ারি সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে অবস্থান কমসূচি

দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী সংসদের (ব্রাকসু)কার্যক্রম চালু করতে উপাচার্য কে আহ্বান জানান শিক্ষার্থীরা।

‎শনিবার (১৭ জানুয়ারি) সন্ধায় প্রতিটি বিভাগের প্রতিনিধিরা ব্রাকসু বিষয়ে আলোচনা করে উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে এ কথা জানান।

আরো পড়ুন:

‎এতে ইলেকট্রিক্যাল  ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “আগামীকালের মধ্যে ব্রাকসুর কার্যক্রম না চালু হলে পরশু দিন থেকে শিক্ষার্থীরা মাঠে নামবে। ব্রাকসু আদায়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্রাকসু আদায়ে যে বাধা হয়ে দাঁড়াবে আন্দোলন হবে তার বিরুদ্ধে।”

‎একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী  আলবীর বলেন, “প্রশাসন যদি বার বার বিভিন্ন কারণ দেখায় শিক্ষকরা সহযোগিতা করছে না। তার মানে এ প্রশাসন চরমভাবে ব্যর্থ। ব্রাকসু যদি না হয় এ ব্যর্থ প্রশাসনের থাকার অধিকার নাই । আমরা পরশু থেকে কর্মসূচিতে চলে যাব।”

‎উপাচার্য ড.শওকাত আলী বলেন, “আমি সবসময় ব্রাকসুর জন্য পজেটিভ। আমি কালকেই কথা বলবো। যদি যাওয়া লাগে আমি যাবো “

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে ১৩ জানুয়ারি ব্রাকসুর সকল কার্যক্রম বন্ধ রাখে ব্রাকসু নির্বাচন কমিশন।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়