ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকসু নির্বাচন কমিশন থেকে ৮ শিক্ষকের পদত্যাগ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৫, ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন কমিশন থেকে ৮ শিক্ষকের পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী আটজন শিক্ষক।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন জানান, তারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।

আরো পড়ুন:

সম্মেলনে তিনি বলেন, “আমাদের আটজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন। আমরা নির্বাচনে দায়িত্ব পালন করছি না। আমরা আহ্বান জানাবো, অন্যরাও যাতে দায়িত্ব পালন না করেন।”

তিনি আরো বলেন, “আমরা প্রশাসনের আচরণে বিব্রত বোধ করছি। ভাইস চ্যান্সেলরকেও জানিয়েছি এই পরিস্থিতিতে নির্বাচন করবে কি-না।”

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, “আট জন শিক্ষক পদত্যাগ করেছে শুনেছি। এখনো কোনো অফিসিয়াল ডকুমেন্টস পায়নি। তবে আমাদের নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে।”

ঢাকা/রাহাত/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়