ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকসু স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ: ভোগান্তিতে দুই জেলার মানুষ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২১, ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ: ভোগান্তিতে দুই জেলার মানুষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হাইকোর্টের স্থগিতাদেশের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। এতে করে দুই জেলার যোগাযোগের একমাত্র এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তবে শিক্ষার্থীরা যান চলাচলের জন্য সড়কের একটি লেন ছেড়ে দিলেও যানজট রয়ে গিয়েছে।

আরো পড়ুন:

এ সময় যানজটের ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষ, রোগীসহ সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যের যাত্রী আব্দুল মালেক বলেন, “আমি ৪০ মিনিট ধরেই রাস্তায় আছি। জরুরি কাজে সিলেটে যাচ্ছিলাম, কিন্তু অবরোধের কারণে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের দাবি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তো ভাবতে হবে।”

একই সড়কে আটকে পড়া আরেক যাত্রী তানিয়া বেগম বলেন, “এ রকম অবরোধ হবে জানলে আমি আসতাম না। আমার জিন্দাবাজার কাজ ছিল, সেজন্য এখানে এসেছিলাম। এখন সিএনজিতে বসে আছি কবে নাগাদ গন্তব্যে পৌছাতে পারব সেটাও জানিও না।”

শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী দেলয়োর হাসান শিশির জানান, শাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচন স্থগিত করায় তারা ক্ষুব্ধ। দ্রুত নির্বাচন নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

ঢাকা/রাহাত/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়