ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী চলছে

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৫, ২১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীদের ৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান, যিনি উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিল্পীদের কাজের প্রতি উৎসাহব্যঞ্জক মন্তব্য করেন।

এই প্রদর্শনীর আয়োজন হয়েছে নেদারল্যান্ডস দূতাবাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাখসান্ড ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী।

প্রদর্শনীর সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর সহযোগী কিউরেটর ও বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

প্রদর্শনীতে অংশ নেয়া ৯০টি শিল্পকর্মের মধ্যে শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে ১০ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাদিয়া ইয়াসমিন, দেবাজ্যোতি বর্ষণ, মোছা. মোমেনুন নেছা সুরমা, নিহা রানী দাস, সোমা সুরভী জান্নাত, ঢাকা আর্ট কলেজের মো. সাজ্জাদুর রহমান সিহান, ঐশী চাকমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সাইম আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফারিহা খান।

এই প্রদর্শনী ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়