ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবি শিবির সভাপতির ছাত্রত্ব নেই, জানালেন এমফিলে ভর্তির পরিকল্পনা

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০২, ২৬ জানুয়ারি ২০২৬
জাবি শিবির সভাপতির ছাত্রত্ব নেই, জানালেন এমফিলে ভর্তির পরিকল্পনা

জাবির ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটির নির্বাচিত সভাপতি দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের ছাত্রত্ব প্রায় এক বছর আগে শেষ হয়েছে। তবে এমফিলে ভর্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোস্তাফিজুর ২০২৪-২৫ সেশনে জাবি শাখা ছাত্রশিবিরের কার্যকরী কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের শুরুতেই তিনি স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। ফলে বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন।

সম্প্রতি জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাইজিংবিডি ডটকম যোগাযোগ করলে তিনি বলেন, “আজ বাদ ফজর আমাদের নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি করতে কিছুটা সময় লাগবে। আমার এমফিলে ভর্তির পরিকল্পনা রয়েছে। ফলাফল প্রকাশ ও নম্বরপত্র হাতে পেতে দেরি হওয়াসহ বিভিন্ন কারণে এখনো ভর্তি হওয়া সম্ভব হয়নি। ভর্তির সার্কুলার আসলে ভর্তি হয়ে যাব।”

এদিকে মোস্তাফিজুর রহমানকে ঘিরে এর আগেও বিতর্ক সৃষ্টি হয়। গত ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তার বক্তব্য নিয়ে সমালোচনা ওঠে। অভিযোগ রয়েছে, ওই সমাবেশে তিনি বাম, শাহবাগী, ছায়ানট ও উদীচীকে ‘তছনছ’ করে দেওয়ার ঘোষণা দেন।

তবে, পরবর্তীতে এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজের ফেসবুক পোস্টে মোস্তাফিজুর রহমান দাবি করেন, তার বক্তব্যে ব্যবহৃত ‘তছনছ’ শব্দটি ভাঙচুরের অর্থে ব্যবহার করা হয়নি।

এদিকে, সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়িড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, নবগঠিত কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এবং জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, সোমবার জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। ভোট গ্রহণ শেষে সর্বাধিক ভোট পেয়ে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়