ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সতর্ক অবস্থান

আবু বকর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৪ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সতর্ক অবস্থান

ছাত্রলীগের লোগাে

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে ছাত্রদল কোনভাবেই প্রবেশ করতে না পারে সেজন্য ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, বুয়েটসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা এসে ক্যাম্পাস এলাকায় জড়ো হয়। দুপুরে ছাত্রদল ও বিএনপির সঙ্গে সংঘর্ষের পর নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের সামনে অবস্থান নেয়।


এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজু ভাস্কর্য, বুয়েট সংলগ্ন পলাশীর মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, চানখারপুল, দোয়েল চত্বর, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, বকশী বাজার এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ দেখা যায়।


এ বিষয়ে ছাত্রলীগ সভপতিএইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমরা জানতে পেরেছি বিএনপি, ছাত্রদল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তারা সকালের দিকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে এবং ক্যাম্পাসের পরিস্থিতি অশান্ত করতে চাইলে আমরা তা প্রতিহত করি। এ সময় আমাদের অনেকেই আহত হয়।

মেহেদী হাসান মোল্লা বলেন,  আমাদের ক্যাম্পাস আমরা চাই সবসময় সুস্থ্য সুন্দর পরিবেশ বজায় রাখতে। কোন অছাত্র, বৃদ্ধরা এসে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে আমরা সেটা হতে দেবো না। সর্ব শক্তি দিয়ে প্রতিহত করবো।

ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামূল হাসান বলেন, আমরা আমাদের নেত্রী আদালতে হাজিরা দেবে সেজন্য নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থান করি। কিন্তু ছাত্রলীগ ও পুলিশ এসে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। এতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন। অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমরা আমাদের নৈতিক অধিকার ঢাবি ক্যাম্পাসে প্রবেশ। কিন্তু ছাত্রলীগ ও প্রশাসন তাতে বাধা দেয়। এটি কখনো মেনে নেওয়া যায় না।

নিরাপত্তার বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমরা আমাদের মতো যা করা প্রয়োজন সেটিই করছি। ক্যাম্পাস বা তার আশাপাশের এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশী বাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি ও ছাত্রদল কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।




 

 

রাইজিংবিডি/২৪ ডিসেম্বর ২০১৪/আবু বকর/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়