ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচন: বিনামূল্যে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৭ আগস্ট ২০২৫  
রাকসু নির্বাচন: বিনামূল্যে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সব ছাত্র প্রার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে শুরু হবে এ কার্যক্রম। এ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সাক্ষরিত ডোপ টেস্ট বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার (২৮ আগাস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ (স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে) প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, আগামী শনিবার (৩০ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সকল ছাত্রী প্রার্থী ও রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬ হলের সংসদ প্রতিনিধিগণ, রবিবার (৩১ আগস্ট) শেরে বাংলা ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হলের সংসদ প্রতিনিধিগণ এবং সোমবার (১ সেপ্টেম্বর) মতিহার, মাদার বখশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের সংসদ প্রতিনিধিগণ ডোপ টেস্ট করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিগণের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। কাল থেকে ডোপ টেস্ট সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ডোপ টেস্ট করতে পারবেন এবং ডোপ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়