ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচন: মনোনয়ন সংগ্রহে শীর্ষে স্বতন্ত্র প্রার্থীরা

ফাহমিদুর রহমান ফাহিম, রাবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৩০ আগস্ট ২০২৫  
রাকসু নির্বাচন: মনোনয়ন সংগ্রহে শীর্ষে স্বতন্ত্র প্রার্থীরা

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষ হচ্ছে রবিবার (৩১ আগস্ট)।

এর মধ্যেই ক্যাম্পাস জুড়ে তীব্র হয়েছে নির্বাচনী আমেজ। তবে এই উত্তাপের মধ্যেই নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বারবার তফসিল পরিবর্তন করার সিদ্ধান্তের জন্য।

আরো পড়ুন:

মনোনয়ন সংগ্রহে চমক স্বতন্ত্রদের

এবারের রাকসু নির্বাচনে মোট ৫৯৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে ১৯৯ জন, সিনেটে ২৬ জন এবং হল সংসদের বিভিন্ন পদে ৩৭০ জন প্রার্থী রয়েছেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের সরব উপস্থিতি সবার নজর কেড়েছে। কেন্দ্রীয় ২৩টি পদের জন্য বেশিরভাগ মনোনয়ন ফরম তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এজিএস পদে মনোনয়ন সংগ্রহকারী স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান বলেন, “আমি দল-গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই।”

নারীবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নেওয়া প্রথম নারী স্বতন্ত্র প্রার্থী নিশা আক্তার বলেন, “রাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমি মনোনয়ন নিয়েছি। নিরাপদ ক্যাম্পাস, নারী নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

কমিশনের বারবার সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষোভ

নির্বাচন কমিশন তাদের নেওয়া সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করেছে। মাত্র সাড়ে ১৮ ঘণ্টার ব্যবধানে দুবার তফসিল পুনর্বিন্যাস এবং ৯ ঘণ্টার ব্যবধানে দুইবার ভোটের সময় পরিবর্তন করার মতো ঘটনা ঘটেছে। প্রথমে ১৭ আগস্ট মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয় এবং পরে তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

এরপর ২৭ আগস্ট একই দিনে দুইবার ভোটের তারিখ পরিবর্তন করে কমিশন। প্রথমে ২৮ সেপ্টেম্বর এবং পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা ২৫ সেপ্টেম্বর করা হয়।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।

প্রার্থীদের ডোপ টেস্ট

প্রথমবারের মতো রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, যার খরচ বহন করছে কমিশন। ডোপ টেস্টের ফল পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীরা এক বা দুদিনের মধ্যেই প্রতিবেদন হাতে পাবেন এবং তা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রস্তুতি

নির্বাচনকে সামনে রেখে বড় ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেল গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। মনোনয়ন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে রাকসু ও সিনেট পদের জন্য মোট ২৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩টি এবং সিনেটের দুইটি পদে ফরম তোলা হয়েছে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানিয়েছেন, তারা কেন্দ্রীয় নির্দেশে যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান জানান, গত কয়েকদিনে রাকসু এবং হল সংসদের জন্য শিবির সমর্থিত প্যানেল থেকে মোট ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তারা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্যানেল প্রকাশ করবেন।

একসময় রাকসুতে বাম সংগঠনগুলোর শক্ত অবস্থান ছিল। মোট ১৪টি নির্বাচনের মধ্যে ছাত্র ইউনিয়ন থেকে ১১ জন ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন। তবে এখন তাদের ঐতিহ্য হারানোর আক্ষেপ শোনা যাচ্ছে। এবার ছয়টি বাম সংগঠন নিয়ে গঠিত ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ প্যানেলভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই জোট থেকে ইতোমধ্যে ২৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

সব মিলিয়ে মনোনয়ন ফরম জমা এবং যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে রাকসু নির্বাচনের আসল প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে।

ঢাকা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়