রাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের
রাজশাহী ও রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ নূর উদ্দিন আবীর বলেছেন, “শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে প্রায় এক ঘণ্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। পরে ভিতরে গিয়ে আমরা ১০০ ব্যালট পেপার স্বাক্ষর করা দেখতে পাই।”
তিনি বলেন, আজ সকালে ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল। কিন্তু, পরে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে। শিবিরের প্যানেলের জার্সি পরে অনেকে ক্যাম্পাসে প্রবেশ করেন। এমনকি, এই বহিরাগত ক্যাডার বাহিনী অনেক অস্ত্র মজুত রেখেছে।
ঢাকা/কেয়া/ফাহিম/রফিক