ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ভারতের সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : আইসিসির আসর কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সব সময়ই ফেভারিট ভারত। আজও ফেভারিটের তকমা গায়ে মেখেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশ কেবল প্রতিপক্ষের সমীহ আদায় করে ক্ষান্ত হয় না, জয়ও আদায় করে নেয়। সেটার প্রমাণ দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার ভারতের বিপক্ষে আরো একবার প্রমাণ করার পালা। ভারতকে আজ হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মতো পৌঁছে যাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। 

কিন্তু ভারত সেটা সহজে হতে দেবে না। বাংলাদেশের বিপক্ষে আজ তারা তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে। বাংলাদেশের বিপক্ষে উমেশ যাদবের রেকর্ড সব-সময়ই ভালো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে। সেক্ষেত্রে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে কোহলিবাহিনী।

চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে ভারতের সেরা একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ :
১. রোহিত শর্মা
২. শিখর ধাওয়ান
৩. বিরাট কোহলি
৪. যুবরাজ সিং
৫. মাহেন্দ্র সিং ধোনি
৬. কেদার যাদব
৭. হার্দিক পান্ডিয়া
৮. রবীন্দ্র জাদেজা
৯. ভুবনেশ্বর কুমার
১০. রবীচন্দ্রন অশ্বিন
১১. জাসপ্রিত বুমরাহ।





রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়