ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯টি গ্রেনেড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১০ নভেম্বর ২০২৪  
উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯টি গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য গ্রেনেড উদ্ধার করেছে। এসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

ওসি আরিফ হোসাইন বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত- সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তারেকুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়