ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারদের চেক হস্তান্তর

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারদের চেক হস্তান্তর

রাজধানীর এফআর টাওয়ার দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারদের মাঝে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড বিমার চেক হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ক্রেডিট কার্ড বিমার চেক এফআর টাওয়ার দুর্ঘটনায় মৃত তিন ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদের মধ্যে যথাক্রমে মৃত মো. আবদুল্লাহ আল মামুনের স্ত্রী সানজিদা পারভিনকে তিন লাখ আট হাজার সাতশ বিরাশি টাকা, মৃত মো. নাহিদুল ইসলামের স্ত্রী মাহামুদা আক্তার নদীকে তিন লাখ দশ হাজার সাতশ চব্বিশ টাকা ও মৃত মাকসুদুর রহমানের মা জেসমিন রহমানকে তিন লাখ তেতাল্লিশ হাজার তিনশ পঁচাশি টাকার মৃত্যু পরবর্তী বিমা দাবি পরিশোধ করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মাদ জামাল এম এ নাসির।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষ হতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল জব্বার চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মামুন রশিদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ মুহসিন উপস্থিত ছিলেন।


ঢাকা/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়