RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ডের সভা মঙ্গলবার

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ডের সভা মঙ্গলবার

ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ডের (আইএফএসবি) ২০ তম ইসলামিক ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফোরাম ও ৩৫ তম কাউন্সিল সভা ঢাকায় অনুষ্ঠিত হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি জানান, দুই দিনব্যাপী এ সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

সভায় আইএফএসবির সদস্য দেশগুলোর গভর্নর-ডেপুটি গভর্নর, উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া সংস্থাটির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন।

স্ট্যাবিলিটি ফোরামে সংস্থাটির সদস্য দেশগুলোর প্রতিনিধি ছাড়াও বাংলাদেশে কার্যরত ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়