ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেলার শেষ সময়ে ওয়ালটনের পণ্য বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলার শেষ সময়ে ওয়ালটনের পণ্য বিক্রির ধুম

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। শেষ মুহূর্তে ব্যাপক ক্রেতা সমাগম হয়েছে। একই সাথে বেড়েছে বেচাবিক্রি। এদিন ওয়ালটনের প্যাভিলিয়নেও ক্রেতা সমাগম দেখা যায়। চলে পণ্য বিক্রির ধুম।

সাশ্রয়ী দামে উচ্চ গুণগতমানের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য কিনতে বেশিরভাগ ক্রেতাই ভিড় করছেন দেশিয় ব্র্যান্ডটির প্যাভিলিয়নে। আর এই উপচে পড়া ক্রেতা ভিড় দক্ষতার সাথেই সামলে দেন প্যাভিলিয়নের অভিজ্ঞ কর্মকর্তারা।

সোমবার বাণিজ‌্য মেলায় ওয়ালটনের ২৬ ও ২৯নং প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজ নিজ পছন্দের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য বাছাইয়ে অত্যন্ত ব্যস্ত ক্রেতারা। ক্রেতাদের হাতে পছন্দের পণ্য বুঝিয়ে দিতেও ব্যস্ত থাকতে দেখা গেছে সেলস এক্সিকিউটরসহ ক্যাশ কাউন্টারের কর্মকর্তারাদের।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘এবারের মেলায় শুরু থেকেই ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শণার্থীর সংখ্যা বেশ ভালো। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ায় মেলায় আগত বেশিরভাগ ক্রেতা-দর্শনার্থীই অন্তত একবারের জন্য হলেও ওয়ালটন প্যাভিলিয়নে এসেছেন।’

তিনি বলেন, ‘মেলা শেষের দিকে চলে এসেছে। সময় না বাড়লে বাকি আছে মাত্র আর দুই দিন। তাই সাশ্রয়ী দামে ভালো মানের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন পছন্দের পণ্য কিনতে শেষ মুহূর্তে ক্রেতারা ছুটে আসছেন ওয়ালটন প্যাভিলিয়নে। সার্বিক বিবেচনায় এবারের মেলায় বিক্রি বেশ ভালো।’

ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক মো. মোস্তফাজ্জামান সরকার বলেন, ‘‘এবারের মেলায় সকল শ্রেণি, পেশা ও আয়ের গ্রাহকের কথা বিবেচনা করে কয়েকশ’ মডেলের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। ফলে, এক জায়গাতেই ক্রেতারা বাজেট অনুযায়ী উচ্চ গুণগতমানের দরকারি সব পণ্য পাচ্ছেন।

‘আবার মেলায় ওয়ালটনের প্রতিটি পণ্যেই ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় নগদ ছাড়। তাই, মেলার শেষ মুহূর্তে পছন্দের পণ্য কিনতে ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতারা ছুটে আসছেন।’’

ওয়ালটন প্যাভিলিয়ন থেকে ফ্রিজ কিনতে আসা শেওড়াপাড়ার বাসিন্দা মো. সায়েম খান বলেন, ‘ওয়ালটন প্যাভিলিয়নে এসে অসংখ্য সুন্দর সুন্দর মডেলের ফ্রিজ দেখতে পেলাম। ফ্রিজ গুলোর দামও সাধ্যের মধ্যে।’

তিনি বলেন, ‘মেলা উপলক্ষে আবার দেওয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়ের পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি সুবিধা। তাই কোনো ভাবনা চিন্তা না করেই ওয়ালটনের ফ্রিজ কিনতে এলাম।’

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের ম্যানেজার মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘এবারের মেলায় ওয়ালটনের পণ‌্যের মধ্যে বিক্রিতে শীর্ষে রয়েছে ৩২, ৩৯, ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন।

‘এছাড়া হোম অ্যাপ্লায়েন্সেসের মধ্যে প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, আয়রন বা ইস্ত্রি, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, ইলেকট্রিক কেটলি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার পিউরিফায়ার ও ইলেকট্রিক লাঞ্চ বক্স ভালো বিক্রি হচ্ছে।

‘ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বিক্রিতে এগিয়ে রয়েছে সিলিং ফ্যান, টেবিল ও ওয়্যাল ফ্যান, রিচার্জেবল ফ্যান, টর্চ লাইট, ইলেকট্রিক সুইস-সকেট জাতীয় পণ্য।”

এছাড়া সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণগতমানের স্মার্টফোন কিনতে বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা মেলার শেষ সময়ে ভিড় করছেন ওয়ালটন প্যাভিলিয়নে। এছাড়া প্রযুক্তি প্রেমী শিক্ষার্থীদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপের দিকেও৷


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়