ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আম-লিচুসহ মৌসুমি ফল বাজারজাত নিয়ে ১৬ মে বৈঠক

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম-লিচুসহ মৌসুমি ফল বাজারজাত নিয়ে ১৬ মে বৈঠক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রাখা হয়েছে যোগাযোগ ব্যবস্থা।  এরইমধ্যে কিছু জেলায় রবি ফসল যথাসময়ে বিক্রি করতে না পারায় পচন ধরেছে।

তাই আম-লিচুসহ মৌসুমি ফল যথাসময়ে বিক্রি (বাজারজাত) করতে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবে কৃষি মন্ত্রণালয়।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আগামী ১৬ মে (শনিবার) বেলা ১১টায় জুম প্লাটফর্মেস এ অনলাইন সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, কর্মকর্তা, ফল চাষি, ফল ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিরা যুক্ত থাকবেন। 

জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বছর বছর যারা মোসুমি ফলের ব্যবসা করেন তারা এবার টেনশনে পড়েছেন। অনেক খামারি এখনও   ফল ব্যবসায়ীদের কাছে বাগান বিক্রি করতে পারেননি। আবার অনেকে যারা ফলের বাগান কিনেছেন তারা চিন্তায় পড়েছেন।  পরিবহন ব্যবস্থা করতে না পারলে চাষি ও ব্যবসায়ীরা বড় বিপদে পড়বেন।

তিনি বলেন, কীভাবে তাদের সহায়তা করা যায় সবার সঙ্গে কথা বলে সেই উপায় বের করা হবে।  আম, লিচু, কাঁঠালসহ মৌসুমি ফল যেন বিপণনে দেরির কারণে নষ্ট না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নেওয়া হবে। প্রয়োজনে সরকারি চেইনে এবারের মৌসুমি ফল সারাদেশে সরবরাহের ব্যবস্থা করা হবে। এছাড়াও ট্রাক সেলে নির্দিষ্ট দামে বিক্রি করা হবে।  উদ্দেশ্য একটাই কোনো ফল যেন নষ্ট না হয়।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন ৭২ প্রজাতির ফলের চাষ হয়, যার মধ্যে আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম।

 

ঢাকা / আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়