ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের পার্টনার্স সামিট শুরু
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বেলুন উড়িয়ে ‘পার্টনার্স সামিট-২০২৫’ উদ্বোধন করেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
‘রিডিফাইনিং ফিউচার টুগেদার’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন হেডকোয়ার্টার্সে শুরু হয়েছে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী ‘পার্টনার্স সামিট-২০২৫’।
শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) সকালে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না।
সম্মেলন উপলক্ষে ওয়ালটন হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হেডকোয়ার্টার্স।
সম্মেলনে অংশ নিতে দেশজুড়ে ওয়ালটন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ১ হাজারের অধিক ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছেছেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে হেডকোয়ার্টার্স আঙিনায়। অতিথিরা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সে পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দেখে অভিভূত হন।
সম্মেলনে আরো উপস্থিত আছেন—ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে সমাপ্ত হবে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের এ সম্মেলন।
ঢাকা/একরাম/রফিক