ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিবির বিনিয়োগকারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৫  
আইসিবির বিনিয়োগকারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিনিয়োগকারী ও সুধীজনের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল), ফরিদপুর শাখায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা।

এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং মো. মফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং কর্পোরেশন এর ব্রাঞ্চ ও সাবসিডিয়ারি অ্যাফেয়ার্স এর মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সোনালী ও অগ্রণী ব্যাংকসহ অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন।

বক্তব্যে তিনি ৩টি কোম্পানির বিভিন্ন পণ্য সম্পর্কে উপস্থিত বিনিয়োগকারীদের অবহিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তিনি সভায় উপস্থিত বিনিয়োগকারী ও সুধীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “আইসিবি সব সময় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।”

সভায় ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত বিনিয়োগকারীরা মতামত ব্যক্ত করেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়