ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সুখীর কেয়ার অ্যান্ড উইন’ ফেস্টিভ্যাল শুরু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
‘সুখীর কেয়ার অ্যান্ড উইন’ ফেস্টিভ্যাল শুরু

শুরু হলো ‘সুখীর কেয়ার অ্যান্ড উইন’ ফেস্টিভ্যাল। প্রথমবারের মতো সুখী নিয়ে এলো এমন এক উৎসব, যেখানে আপনার স্বাস্থ্য সেবা আপনাকে পৌঁছে দেবে দারুণ সব পুরস্কারের কাছে।

ক্যাম্পেইন চলাকালীন ন্যূনতম ৫ হাজার টাকা ব্যয় করে আপনিও পেতে পারেন ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো ম্যাক্স, জি ডি এল গিগা এক্স ওয়াই ১০ অথবা এক বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। সুখীর যেকোনো সেবা যেমন ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ফার্মেসি, হেলথ মল থেকে কেনাকাটা, সার্জারি বুকিং কিংবা কেয়ারগিভার, মেডিকেল ট্যুরিজমসহ সব সার্ভিস এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত থাকছে।

গ্রাহকরা ‘আমি সুখী বেসিক (Win iPhone 17)’ প্যাকেজটি মাত্র ১০০ টাকা ক্রয় করেই ক্যাম্পেইনে যোগ দিতে পারবেন।

এছাড়া, যেকোনো সেবা বা স্বাস্থ্য পণ্য ক্রয় করলেও অংশগ্রহণের সুযোগ থাকছে। যত বেশি ব্যবহার করবেন, ততই বাড়বে আপনার সুযোগ iPhone 17 Pro Max, স্মার্টফোন আর ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন জেতার।

ক্যাম্পেইন সময়কাল: ২৮ সেপ্টেম্বর, ২০২৫–৩১ অক্টোবর ২০২৫।-বিজ্ঞপ্তি
 

ঢাকা/সুমন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়