ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর আয়োজন করা হয়েছে। হাসপাতালে আগত সব দর্শনার্থী, রোগীদের স্বজন ও অন্যরা তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে পারেন, বিশেষ সেবা গ্রহণ করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা উপস্থতি ছিলেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন ডা. আবদুজ জাহের, কো চেয়ারম্যান ছিলেন ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান।

প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদে দাউদ অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ল্যাবএইড ফার্মাসিউটিক্যিালসের নির্বাহী ডিরেক্টর (মার্কেটিং ও কমার্শিয়াল) এসএম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালরে হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে দেশের প্রথম NABH স্বীকৃত হাসপাতাল ‘ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল’–এ শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে, প্রয়োজনে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়