ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই টাকার নতুন নোট বাজারে আসছে ৩ এপ্রিল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ৩১ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
দুই টাকার নতুন নোট বাজারে আসছে ৩ এপ্রিল

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংক আগামী ৩ এপ্রিল বুধবার থেকে বাজারে দুই টাকা মূল্যমানের নতুন নোট ছাড়বে। খবর বাসসের।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়, অর্থসচিব ফজলে কবিরের স্বাক্ষর-সংবলিত নতুন এই নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের ঢাকার মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট ছাড়া হবে।

বর্তমানে বাজারে প্রচলিত দুই টাকা মূল্যমানের নোটের রং, জলছাপ, নিরাপত্তা সুতা, নকশা, আকার ইত্যাদি সবকিছুই বিদ্যমান থাকবে নতুন নোটে।

নতুন এই নোটের পাশাপাশি প্রচলিত সব দুই টাকার নোটও বাজারে চালু থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানায়।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়