ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

অর্থনৈতিক প্রতিবেদন : বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

রোববার বাংলাদেশ ব্যাংক তাকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে।

সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্তান, ভারত ও বেলজিয়াম সফর করেন।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুতে নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা অবসরে যাওয়ার পর দেবাশীষ চক্রবর্তীকে নতুন মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়